হেফাজতের নতুন মহাসচিব আল্লামা মাnuruল হক??
হেফাজতের বর্তমান নেতৃত্ব প্রায় বিক্ষিপ্ত। গ্রেফতার, এবং গ্রেফতার এড়াতে এলাকা ছাড়া, মামলা, এবং ভাঙচুর করতে গিয়ে আহত অনেক নেতাই এখন নিষ্ক্রিয়। এমন পরিস্থিতিতে কচি, দুই দিন আগে আসছে এমন নিরীহ, নাদুসনুদুস, আগে-পিছে কেউ নাই, এমন কারো পেছনে দাঁড়িয়ে হেফাজত আবার দাঁড়াবে।
নুরুল হক নুর হতে পারেন সেই কচি, দুই দিন আগে আসছে এমন নিরীহ, নাদুসনুদুস, আগে-পিছে কেউ নাই, এমন ব্যক্তি যে হেফাজতের হুজুরদের আবার শক্ত করে দেবে। নুরুর পেছনে দাঁড়িয়ে হুজুররা উত্তেজিত, উত্থিত হয়ে তাদের আখাম্বা আইডিওলজি নুরুর পশ্চাৎমুখী রাজনীতিতে ঢুকিয়ে দেবেন। এবং তারা এতে সফলcum হবেন বলে তারা আশা করছেন।
নুরুল হক নুরুও সে পথেই হাঁটছেন। তার পথ পিচ্ছিল করতে তিনি ব্যবহার করছেন এমন তৈলাক্ত ভাষা যা হেফাজতকে আবার উত্থিত করতে সাহায্য করছে। নুরু বলেছেন আওয়ামীলীগ করলে কেউ মুসলিম হতে পারে না।
কোনো সাচ্চা মুসলিম আওয়ামীলীগ করতে পারে না।
আল্লামা মাnuruল হক।
পেছন থেকে নুরুর নতুন আদর্শিক অবস্থা দেখে হেফাজতের উত্থান এবার আর দ্রুতপতনের দিকে যাবে না বলে মনে করছেন অনেকেই। এই রাজনৈতিক মিলনের দিকে তাকিয়ে আছে এখন সারা দেশ। ভিপিএন ছাড়া।