বাঁশখালি- গুলির টাকা ফেরৎ চেয়েছে পুলিশ
#টাকাফেরতচাই
সামান্য বেতনের দাবিতে গরীবের বাচ্চা শ্রমিকরা পূঁজিপতিদের সামনে বিক্ষোভ জানায় বাঁশখালিতে। এতে বিশাল নৈরাজ্যের সৃষ্টি হয়। শ্রমিকরা তখন “ন্যায্য পাওনা চাই” এর মতো দেশবিরোধী শ্লোগান দিচ্ছিল।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা নিরুপায় হয়ে এই সন্ত্রাসী-চাঁদাবাজ-কম্যুনিস্টদের রুখতে থানায় খবর দিলে পুলিশ বাহিনী বীরত্বের সাথে এই দেশবিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন।
পুলিশের গুলিতে ৫ গরীবের বাচ্চা নিহত এবং অসংখ্য লোক আহত হয়েছে। এখন প্রশ্ন দাঁড়ায় এই টাকা কে দেবে? সামান্য গরীবের জন্য এত টাকার গুলি নষ্ট করতে হলো, দেশের এই অসামান্য ক্ষতি হয়ে যাওয়া নিয়ে দেশের বুদ্ধিজীবিদের নিশ্চুপ থাকা অনেকটা অমানবিক।
হ্যাশট্যাগ গুলির টাকা কে দেবে????