মামুনুলের লাইভ ভিডিও ডাবিং করেছেন মোদি- হেফাজতের দাবি
মামুনুলের কাবিন দেখেছেন কিনা জানতে চাইলে তারা বলেন, “না দেখে বিশ্বাস করার নামই ইসলাম, আপনি আপনার বাপ-মায়ের ইয়ে…”
মামুনুল হকের একাধিক মানবিক বিবাহ নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন হেফাজোতের বয়োজ্যেষ্ঠ নেতাগন।এসময় তারা দাবি করেন মামুনুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার।তাকে হোটেলে হেনস্তা, কল রেকর্ড, গ্রেফতার করা এসবই ষড়যন্ত্রের বড় অংশ।
এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, মামুনুলের কলরেকর্ড সত্যি কি না। তখন তারা এসবই ষড়যন্ত্র বলে দাবি করেন।
প্রসঙ্গত সাংবাদিকরা প্রশ্ন করেন,তাহলে সে লাইভে কেন স্বীকার করলে যে সমস্ত কল রেকর্ড সত্য? এছাড়া তার দাবী অনুযায়ী সব কল রেকর্ড সত্যি হলে তার মানবিক বিয়ের ঘটনাটি মিথ্যে প্রমাণিত হয়। এর জবাবে তারা বলেন মামুনুলের লাইভ ভিডিওটি ডাবিং করা হয়েছে এবং এতে হাত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদীর।
তাদের দাবী নরেন্দ্র মোদী ভারতের সবচেয়ে বড় ডাবার মোহান কাপুড়কে হায়ার করে লাইভ ভিডিওটি খুবই সূক্ষ্ণভাবে ডাবিং করিয়েছেন।
মামুনুলের কাবিন দেখেছেন কিনা জানতে চাইলে তারা বলেন, “না দেখে বিশ্বাস করার নামই ইসলাম, আপনি আপনার বাপ-মায়ের ইয়ে…”
এসময় তারা আরো বলেন, মামুনুল শুধু একই সাথে একাধিক জান্নাতে বাস করা একজন প্রকৃত মুসলিমই নন, একজন সত্যিকারের কমরেডও।
তিনি কোনো মানবিক বৌয়ের মধ্যে বৈষম্য না করে সব বৌয়ের সাথে বিবাহই গোপন রেখেছে। এমনকি নিজের বৌয়ের সঙ্গে অন্যের বৌয়েরও কোনো বৈষম্য করেন না।এছাড়া বাম দলগুলোর তার প্রতি সমর্থনও প্রমাণ করে সে একজন সত্যিকারের কমরেড।