“চড় খাইনি, খেলেও ব্যথা পাইনি”- চড়সাহেব পীরমোনাই
সোমবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা করার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চড় খেয়েছেন দাবি করে ফেইসবুকে পোস্ট করেন কিছু লোক।
পরবর্তীতে জানা যায় যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিল।
তবে ওয়াজ আয়োজক কমিটি নিশ্চিত করে পাগল হইলেও লোক ভালো ছিল যুবকটি৷ সে পীর সাহেবকে চড় মারে নি।
তবে অনেকে বলছেন চড় মেরেছে, কিন্তু ব্যাপারটি ধামাচাপা দেয়ার জন্যে মিথ্যা কথা চড়ানো (হেহে) হয়েছে।
এই দুই নিশ্চিত অবস্থানের মুখোমুখি সংঘর্ষের মাঝে আমরা (বঙ্গwrong) একটা মধ্যমপন্থা খুঁজে নিয়েছি। যুবক হুজুরকে চড় মারেনি, কিন্তু চড় মেরে থাকলেও হুজুর ব্যথা পাননি।
ebizctg নিউজ করেছে চড় খেয়ে হুজুরের কোনো দাঁত পড়ে নি৷ হুজুরের জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস আছে বলে হয়তো ebizctg ভেবেছে উনার দাঁত দূর্বল। আরে বুর্বাক, দাঁত দূর্বল হলে কী সরকারের সাথে এত কঠোরভাবে আলাপ করতে পারে?
এ ব্যাপারে হুজুরের সাথে যোগাযোগ করতে চাইলে উনি মন্তব্য করতে অপারগতা জানান, উনার দাঁতে ব্যথার কারণে। কিন্তু এই ব্যথা চড়ের সাথে সম্পর্কিত না বলে জানিয়েছে বাংলাদেশ কালিজিরা চিকিৎসক জনপ্রিয়করণ সমিতি (বাকা-চিজস)।
বিশেষ সতর্কবার্তা- শিরোনামটা ঠিক করার আগেই লেখাটা পোস্ট করে দিয়েছি ভুলে। এডিট করে এই সতর্কবার্তা দিলাম।